শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

লীলাখেলা : নুরুল আবেদীন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৬, ২০২১, ৫:৪৩ অপরাহ্ণ

সৃষ্টিতে কার এতো শক্তি, এতো বাহুবল
তীর ভেঙে এপার গড়ে, ওপার করে তল।
প্রলয়ের হুংকার দিবারাত্র তোলপাড়
ক্ষয় হয় সব মিলে, নাই কোনো নিস্তার।
খল খলে চলে জল, গতি তার সামনে
সম্মুখে যাহা পায়, নিয়ে যায় পতনে।
আকাশে ভাসে নীল, জ্যোতি যায় যেখানে
মহাশূন্যে দেখো, ভাসে কারা সেখানে।
গগনে আলো জ্বলে, অগণিত তারা কুলে
খুটি নাই ঘর তার মহাশূন্যে ঝুলে!
সাজে ঘেরা আঁধারে, মুখ ভারী সূর্যের
রাতের আলোর খেলা, চাঁদ হাসে ঊর্ধ্বে।
মায়াভরা ধরণীর বুকে, সবুজের খেলা
জীবজন্তু সুখে-দুঃখে কাটায় সারাবেলা।
প্রকৃতির লীলাখেলা, সবই স্রষ্টার হুকুমে
সৃষ্টি ধ্বংসিবে, লিখা আছে বিধানে।