শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

লিবিয়ায় সেনা ঘাঁটিতে হামলায় নিহত ২৮

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৫, ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

লিবিয়ার রাজধানী ত্রিপোলির আল হাদবা এলাকায় একটি সেনা ঘাঁটিতে হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

লিবিয়ার সরকারসমর্থিত সেনাদের পক্ষ থেকে বলা হয়, সেনা ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। আর এজন্য খলিফা হাফতার বাহিনীর নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল বাহিনীকে দায়ী করা হচ্ছে। তবে এই হামলার কথা অস্বীকার করেছে লিবিয়ান ন্যাশনাল বাহিনী।

হামলার বিষয়ে সরকারসমর্থিত ন্যাশনাল অ্যাকর্ড গভর্নমেন্ট বা জাতীয় ঐকমত্যের সরকার (জিএনএ)-এর স্বাস্থ্যমন্ত্রী হামিদ বিন ওমার বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ত্রিপোলীর অ্যাম্বুলেন্স সেবাদানকারী ওসামা আলী বলেন, মরদেহগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণে মরদেহের সংখ্যা নির্ধারণ করা কষ্টসাধ্য হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক ত্রিপোলি ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি বিমান হামলার ঘটনা ঘটেছে। শহরটি সরকারসমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও গত এপ্রিল থেকে এটি দখলে নেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে লড়াই করছে খলিফা হাফতারসমর্থিত লিবিয়ান ন্যাশনাল আর্মি।

টি.কে ওয়েভ-ইন