বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

লাখো মানুষের অশ্রুতে চিরবিদায় প্রধান শিক্ষক ইদ্রিস আলী

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ আগস্ট, ২০২০
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ৩, ২০২০, ৯:২৩ অপরাহ্ণ

মোখলেছুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)ঃ  ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক (বর্তমানে অবসরপ্রাপ্ত ছিলেন) এ টি এম ইদ্রিস আলী সোমবার (৩আগস্ট/২০২০) সকাল ৭ ঘটিকায় ঢাকায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি সহনাটী ইউনিয়নের শরিষাহাটী গ্রামের বাসিন্দা ছিলেন।

বিকাল ৫.৩০ মিনিটে গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ খান পাঠান সেলভী, গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও  উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুজ্জামান জামাল, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির, গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান ফকির বাবুল,    সহকারী শিক্ষক নুরুল ইসলাম, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সরকার, গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুল গফুর, ৫ নং সহনাটী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহীদাশ আচার্য, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার প্রমুখ। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এটি এম ইদ্রিস আলী ১৯৮১ সালে স্কুল প্রতিষ্ঠা করে কৃতিত্বের সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে ২০১১ সালে অবসরে যান।