শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ললিতার সমীপে —- এম. এ. ওয়াহেদ (ওয়াজেদ)

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১১, ২০২০, ১:১৯ পূর্বাহ্ণ
ললিতার সমীপে
—- এম. এ. ওয়াহেদ (ওয়াজেদ)
ওগো ললিতা,
তুমি কি জানো না
আজ যে পঁচিশে বৈশাখ ?
বিরহী কবি এখনও লিখেনি
কোন কবিতা বা কোন গান
এখনও রয়ে গেলো নির্বাক !
তোমার বাসন্তী শাড়ীর
আঁচলভরা ফুল
আজো কি ছড়ায় নি কোন সুঘ্রাণ ?
মহুয়ার গন্ধে হয়নি মাতাল –
কবি যে আজ দেখো
তোমার বিরহে হলো ম্রিয়মান !
তোমার নামে সুর সাধবো বলে
গাইলাম আজ রবীন্দ্র সঙ্গীত কোন।
কেমনে মেনে নেবে বলো,
” যখন পড়বে না মোর পায়ের চিহ্ন —– ” !!
অশান্ত চঞ্চল দক্ষিণা বাতাসে
পল্লবিত বৃক্ষশাখাগুলো যখন দুলে,
ফুলগুলো উড়ে উড়ে যায় তোমার কোলে
তুলতুলে কোমল পরশ পাবে বলে।
বিছানার কোল বালিশটার মুখে,
ফুটে উঠে সকরুণ লাজ !
তুমি তাকে আঁকড়ে থাকো,
আমি পাশে নেই বলে আজ !!
শীতের কম্বলটি হামাগুড়ি দিয়ে
একপাশে পড়ে থাকে,
তাকে প্রেমাদ্র চোখে একটু আদর জানিও ;
সে তো তোমার আমার
প্রেম নিশীর সাক্ষী,
তার গায়ে একটু মিষ্টি নরম হাত বুলিও।
মেঘবালিকারা উড়ে যায়
রোদেলা নীল আকাশে,
হাতে নিয়ে একরাশ প্রেমমাখা বৃষ্টিফুল ;
কদম তো ফুটেনি,
মোহিনী সুবাস ছুটেনি,
তুমি কার বিরহ ব্যথায় আজ উতোরোল ?
আমার গানের মাতাল সুর গুলো
তোমার হৃদয় ছুঁয়ে যাবে,
তোমার ঘন কালো চুলের ভাঁজে
মধুময় প্রেমপরশ বুলাবে;
তুমি শোবার ঘরের দক্ষিণের জানালা খুলে
ক্ষণিক দাঁড়িয়ো,
ওরা লজ্জা পেয়ে ফিরে যাবে ভেবে
তোমার দুচোখ না খুলিও।।
——— এম. এ. ওয়াহেদ (ওয়াজেদ)
সিভিল সার্জন অফিস
ব্রাহ্মণবাড়িয়া