বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

রুমা আক্তারের কবিতা- “রুপের বাহার”

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৪, ২০২০, ৪:৫৫ অপরাহ্ণ

 

রূপের বাহার
রুমা আক্তার

আকাশ জুড়ে রয়েছে আজ
চাঁদ তারাদের মেলা,
তাইনা দেখে জোনাকিরা
করছে খুশির খেলা।

ঝিঁ ঝিঁ পোকা ডাকছে আরো
গাইছে মধুর গান,
বুনো ঝোঁপের মাতাল হাওয়ায়
ভরে ওঠে প্রাণ।

কাঁচা রোদের সোনা রঙে
এলো নতুন ভোর,
তবু কেন ঘুমিয়ে আছো
খোলো এবার দোর ।

পাখি ডাকে বৃক্ষ শাখে
করে কিচিরমিচির,
পথের পাশে সবুজ ঘাসে
ঝরে রূপার শিশির।

সবুজ শ্যামল বৃক্ষ বাটে
শস্য ভরা ফসল মাঠে,
প্রজাপতির মেলা ।
নদীর দু’কূল পুকুর ঘাটে
পুব আকাশে বুকের পাটে,
উঠছে নতুন বেলা।

ডাহুক পাখি ঝোঁপের ফাঁকে
নতুন দিনের স্বপ্ন আঁকে ,
নজর করা রূপ।
পড়ছে পায়ে ঘাসের নূপুর
মন পবনের শীতল দুপুর,
থাকছে ভীষণ চুপ।

গোধূলি নামে সন্ধ্যা বেলায়
সূর্যটা যেনো নিচ্ছে বিদায়,
দিয়ে হাতছানি।
বাহারি রূপে সেজেছে আকাশ
পশ্চিম দিকে বইছে বাতাস,
হয়ে অভিমানী ।