শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

রিয়া মনির গল্প

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২০, ৫:০৮ অপরাহ্ণ
রফিক বিশ্বাস, তারাকান্দা(ময়মনসিংহ) থেকেঃ
 ২ বছর পৃর্বে নিখোঁজ মাতৃহারা ময়মনসিংহের তারাকান্দা পল্লীর ৮ বছরের শিশুকন্যা রিয়া মনির পরিবারের সন্ধান মিলেছে।
জানা গেছে, বিগত ২ বছর পৃর্বে ঢাকার পোস্তগোলা খালার ভাড়াটিয়া বাসা থেকে মাতৃহারা রিয়ামনি হারিয়ে যায়। অনেক খোজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে তার আশা ছেড়ে দিয়েছিলো  পরিবার।
নিখোঁজ  রিয়া মনি অচেনা এক পথিকের হেফাজতে জীবনের নানান ঘাত-প্রতিঘাত ও চড়াই-উতরাই পেরিয়ে বেচেঁ থাকে।
গত সোমবার দুপুরে অচেনা এক ব্যাক্তি গাড়ি থেকে ফুলপুর কোটবিল্ডিং এলাকায় রেখে পালিয়ে যায়। শিশুটি কান্নাকাটি করাকালে স্থানীয়রা উদ্ধার করে ইউএনও অফিসে নিয়ে আসেন।
শিশুটি তার নাম ও পিতামাতার নাম এবং ঠিকানা ইটাখলা বলতে পারে।ইউএনও ব্যাক্তিগত এবং অফিসিয়াল ফেসবুক আইডি পোস্ট করলে ভাইরাল হয়ে পড়ে। ফেসবুকের সুত্র ধরে ওই শিশুর নানা ও নানি তারাকান্দা উপজেলার গালাগাও ইউনিয়নের কলহরী (ইটাখলা) গ্রাম থেকে রাতে ফুলপুরে ছুটে আসেন।
রিয়া মনির  নানা রমজান আলী ও নানী রহিমা খাতুন তাদের নাতনি রিয়া মনিকে সনাক্ত করেন। রিয়া মনিও নানা নানিকে কাছে পেয়ে চিনতে পারেন।
অবশেষে থানার আনুষ্ঠানিকতা সেরে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার,সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান,ফুলপুর থানার ওসি তদন্তের উপস্থিতিতে রিয়া মনিকে তার নানা-নানির কাছে হস্তান্তর করা হয়।
টি.কে ওয়েভ-ইন