শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৫, ২০২০, ১২:৪২ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

রাশিয়ার কুড়িল দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।  প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য সুনামি সতর্কতা বাতিল করা হয়। খবর গার্ডিয়ানের

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, জাপানের সাপ্পোরো থেকে উত্তর-পূর্বে প্রায় ৪০০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।

প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র প্রাথমিকভাবে জানিয়েছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামি তরঙ্গের সম্ভাবনা ছিল। অতীতে একই মাত্রার ভূমিকম্পে সুনামি হয়েছিল।

কিন্তু পরে সংস্থাটি জানায়, সুনামির সতর্কতা কেটে গেছে।

জাপানের আবহাওয়া কর্মকর্তারা কোনও সতর্কতা জারি করেননি, যদিও তারা বলেছে যে সামান্য জোয়ারের পরিবর্তন হতে পারে। হাওয়াই দ্বীপরে জন্য সুনামি ওয়াচ সতর্কতা জারি করা হয়েছিল এবং পরে বাতিল করা হয়েছিল।

টি.কে ওয়েভ-ইন