শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

রতন স্যার ক্রিকেটে আজ জিতলো ৯৭’ ব্লাস্টার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৯, ২০২১, ৮:২৬ অপরাহ্ণ

মুকুল নিকেতন এর প্রতিষ্ঠাতা প্রয়াত আমীর আহম্মেদ চৌধুরি রতন স্যার স্মরণে মুকুল নিকেতন এক্স স্টুডেন্টস্ স্পোর্টস ক্লাবের আয়োজনে শুক্রবার (২৯ অক্টোবর/২০২১) ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
মুকুল নিকেতন এক্স স্টুডেন্টস্ স্পোর্টস ক্লাবের আহ্বায়ক মোঃ নাসিম আহাম্মেদের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আমীর আহম্মেদ চৌধুরি রতন এর পত্নী ইভানা চৌধুরী, বাংলাদেশ টিমের সাবেক ক্রিকেটার হারুন-অর-রশিদ, সানোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য টুর্নামেন্টে ৫১ বলের খেলায় মোট ৩২টি দল অংশ গ্রহণ করেন। মুকুল ৯৮ ক্রিকেট দল ও মুকুল ৮৯ ক্রিকেট দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে মুকুল ৯৮ ক্রিকেট দল প্রথমে ব্যাট করে ৫১ বলে ২ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। পরবর্তীতে জয়ের লক্ষ্যে মুকুল ৮৯ ক্রিকেট দল ৫১ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রানে অলআউট হয়।
পরিশেষে মুকুল ৯৮ ক্রিকেট দল ১৯ রানে জয়লাভ করে বিজয়ী হন। এর আগে বেলুন ও পায়ড়া উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অপরদিকে উদ্বোধনী দিনের প্রথম খেলায় ৯৭’ ব্লাস্টার বিজয়ী হয়েছে। খেলায় ট্রসে জিতে ১৯৯৯ব্যাচের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নামে ব্লাস্টার ৯৭। সব উইকেট হারিয়ে ১০৫রান সংগ্রহ করে। ১০৬রানের টার্গেট নিয়ে ১৯৯৯ব্যাচ ৯৯রান সংগ্রহ করে।