মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

যৌতুকের কারণেই আমার মেয়েকে মেরে ফেলেছে-নিহতের বাবার অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ অক্টোবর, ২০২১
মো. খাইরুল ইসলাম || ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২১, ১২:৫৮ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কামার সিংজানী গ্রামের মো. ফরিদ মিয়া’র বসতভিটা হতে তার স্ত্রী শ্যামলী আক্তার (১৯) এর লাশ বৃহস্পতিবার (৭ অক্টোবর/২০২১) উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী গ্রামের মৃত আলতাফ হোসেনের পুত্র মো. আব্দুল কাদির জানান, তার মেয়ের সঙ্গে প্রায় ৭মাস পূর্বে ডৌহাখলা ইউনিয়নের কামারসিংজানী গ্রামের আলকাছ আলীর পুত্র মো. ফরিদ মিয়ার নিকট বিয়ে দেন। মেয়ের পর থেকে মেয়েকে ৫০হাজার টাকা যৌতুক দেয়ার জন্য চাপ দেয়। এ টাকা নিতে ৭মাসে কম করে হলেও ১৫/২০বার আমার মেয়ে বাড়িতে এসেছে। মৃত্যুর আগের দিনেও চলে এসেছিলো। টাকা ছাড়া বাড়িতে যাওয়ার ফলে স্বামী-স্ত্রী’র মাঝে মনোমালিন্য হয়। আমার মেয়েকে ওরা টাকার জন্য মারধোর করেছে। পরে জানতে পারে বসতঘরের ধন্না (আড়া) এর সঙ্গে ফাঁস নিয়ে বৃহস্পতিবার দুপুরে আত্মহত্যা করে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত শুক্রবার (৮ অক্টোবর/২০২১) বিকাল ৫টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত চলছিলো। নিহতের বাবা আব্দুল কাদির জানান, মেয়ের লাশ আমার বাড়িতেই দাফন করা হবে।