রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

যে কারণে মেসিকে ভালোবাসেন পেলে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২০, ২০২০, ৪:৩২ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ক্লাব ফুটবলে একটি মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে চমৎকার হেডে গোল করে এক ক্লাবের হয়ে ৬৪৩ গোলের রেকর্ড গড়ে পেলের নামের পাশে জায়গা করে নেন মেসি।

এ কীর্তি গড়ায় নিজের ইনস্টাগ্রাম পেজে মেসিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন পেলে।

দীর্ঘদিন ধরে বার্সেলোনার হয়ে খেলায় মেসিকে সম্মান ও শ্রদ্ধা জানান পেলে।

মেসির উদ্দেশে ইনস্টাগ্রামে পেলে লিখেছেন– ‘আমার আর মেসির মতো দীর্ঘদিন ভালোবেসে একই ক্লাবের হয়ে খেলার মতো এমন উদাহরণ খুব কমই আছে ফুটবলে। আর এর জন্য মেসিকে সম্মান ও শ্রদ্ধা জানাই।’

এর পর তার মাইলফলক স্পর্শ করায় পেলে লেখেন– ‘যখন কোনো কিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তা এড়ানো বা সে পথ পরিবর্তন করা সত্যিই কঠিন। যেখানে নিজ বাড়ির মতো অনুভূতি পাওয়া যায়, সে জায়গার চেয়ে আপন আর কিছুই হতে পারে না। তোমাকে অভিনন্দন লিওনেল।’

১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত স্বদেশি ক্লাব সান্তোসে খেলে ৬৪৩ গোল করেন পেলে। অন্যদিকে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত বার্সার হয়ে খেলে পেলের এই গোল সংখ্যা ছুঁলেন মেসি।

টি.কে ওয়েভ-ইন