শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

যুক্তরাষ্ট্রে করোনার ভয়াল থাবা, একদিনে ১৪৮০ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৪, ২০২০, ১১:২৩ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

করোনার ভয়াল থাবায় যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই হচ্ছে মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৮০ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। রাজ্যটিতে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯৩৫ জন। যা নাইন ইলেভেনের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ওই হামলায় নিউ ইয়র্কে ২ হাজার ৭শ জন নিহত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ১৬১ জন। মারা গেছেন ৭ হাজার ৪০৬ জন।

টি.কে ওয়েভ-ইন