শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ সিটিতে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যশষ্য বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ৬, ২০২০, ৭:১৩ অপরাহ্ণ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যশষ্য বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটুর আয়োজনে বুধবার নগরীর চারটি ওয়ার্ডে ১৫ শত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে খাদ্যশষ্য (চাল) বিতরণ করা হয়।

সকালে নগরীর ১৯ নং ওয়ার্ডের বলাশপুর আবাসনে নদীরপাড়ে থাকা সাত শত অসহায় বন্যা কবলিত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যশষ্য সিটি মেয়রের পক্ষে বিতরণ করেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত (১৯,২০, ২১) আসনের কাউন্সিলর সামীমা আক্তার ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাছ আলী মন্ডল। এ সময় সিটির হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রধান সহকারী কাঞ্চন কুমার নন্দী, নিম্মমান সহকারী অলিউল ইসলাম মামুন, রবিউল ইসলাম, শেখ মোঃ আল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ২০ নং ওয়ার্ডের কেওয়াটখালী নদীর পাড় (শিমূলতলা), ২১ নং ওয়ার্ড বাকৃবি এলাকা ও নদের বিপরীতে ৩১ নং ওয়ার্ডে অসহায় বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়। সিটি কর্পোরেশন জানায়, সম্প্রতি উজানের পানি ও অতি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যশষ্য সিটি কর্পোরেশনের উদ্দ্যোগে ঘরে ঘরে পৌছে দিতে মেয়র ইকরামূল হক টিটু নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে সিটি এলাকায় বন্যার্তদের তালিকা প্রণয়ন ও খাদ্যশষ্য বিতরণ চলছে।

টি.কে ওয়েভ-ইন