শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে স্বচ্ছতার সাথে ভিজিএফ বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে শান্তিপুর্ণ পরিবেশে স্বচ্ছতার সাথে অসহায়, দুঃস্থ ও ছিন্নমুল পরিবারের মাঝে ঈদ পুর্ব মুহুর্তে ভিজিএফ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এই ভিজিএফ বিতরণ করা হয়। ৩৪৬১ টি অসহায় পরিবারের মাঝে ঈদকে সামনে রেখে সরকার নির্ধারিত নিয়মে ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ঠ ইউনিয়নের ট্যাগ অফিসার ও শাখা ব্যবস্থাপক পল্লী সঞ্চয় সিরাজুম্মুনিরা, ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক, যুবলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংশ্লিষ্ঠ ইউনিয়নে জনপ্রতিধিগণ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান বলেন, প্রখর রোদ্রের মাঝে ভিজিএফ কার্ডধারীরা যাতে কোন ধরণের ভোগান্তির স্বিকার এবং বিশৃংখল পরিস্থিতি না হয় সেই লক্ষে স্বচ্ছতা বজায় রেখে পুরুষ ও নারী পৃথক সারিবদ্ধ করে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ঠ ওয়ার্ড পযায়ের জনপ্রতিনিধিগণ ভিজিএফ বিতরণে সহযোগীতা করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।