শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ শহরকে সেল্ফ লকডাউন!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৯, ২০২০, ১০:৪৯ অপরাহ্ণ

মোঃ নাজিমুল ইসলাম শুভ, ময়মনসিংহ থেকে ঃ

ময়মনসিংহ শহরকে সেল্ফ লকডাউন করনের লক্ষ্যে ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এর সভাপতি আমিনুল হক শামীম সিআইপি উপস্থিত হয়ে বৃহস্পতিবার ময়মনসিংহ শহরকে সেল্ফ লকডাউন ঘোষণা করেন।

ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি (কোচ বিভাগ) সোমনাথ সাহা জানান, রহমতপুর থেকে টাউনহল যাওয়ার রাস্তা, ফুলবাড়িয়া বাইপাস মোড় থেকে মাদ্রাসা কোয়ার্টার হয়ে শহরে যাওয়ার রাস্তা এবং দিঘারকান্দা বাইপাস থেকে চরপাড়া যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য যে এম্বুল্যান্স সহ জরুরী রুগী বহনকারী যান চলাচলের জন্য বিকল্প রাস্তা হিসেবে কেওয়াটখালি বাইপাস দিয়ে ব্রীজ হয়ে চরপাড়া প্রবেশের জন্য অনুরোধ করা হলো।

তবে লডডাউনকালীন সময়ে সরকারি ঘোষিত যানবাহন ও সরকারি কাজে নিয়োজিত যানবাহন, জরুরী সেবাদানকারী যানবাহন চলাচলে কোন অসুবিধা হবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি, মহাসচিব, সম্পাদক (কোচ-বিভাগ) ও শ্রমিক ইউনিয়ন এর সধারণ সম্পাদক সহ অন্যান্য নের্তৃবৃন্দ।