শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরো দু’জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩, ২০২২, ৭:১৭ অপরাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো দুজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুরে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে ভর্তি থাকা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল বারেক (৫০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার হনুফা বেগম (৮০) নামে দুইজন মারা গেছেন। ডাঃ মুন আরো জানান, আইসিইউতে তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটের ৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজন করোনা পজিটিভ। ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭২ জনের নমুনা পরীক্ষা করে একজনের মাঝে করোনা পজেটিভ পাওয়া গেছে।