রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৭, ২০২১, ৯:৫২ পূর্বাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন করোনা শনাক্ত হয়ে; বাকি ১৪ জন উপসর্গ নিয়ে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের তিনজন, নেত্রকোনার ও জামালপুরের একজন করে।

এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ছয়জন, নেত্রকোনার দুইজন, জামালপুরের তিনজন, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও গাজীপুরের একজন করে।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৩৮ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন। নতুন ভর্তি হয়েছেন ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ হিসেবে শনাক্ত হার ২৫ দশমিক ৫৩ শতাংশ।