রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ জুলাই, ২০২১
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১০, ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের মোকলেসুর রহমান (৭৬), স্বরস্বতি রায় (৬৫), টাঙ্গাইল সদরের জুনাইয়েদ আলী (৩৮), নেত্রকোনার বারহাট্টা উপজেলার আফাজ উদ্দিন (৯০), জামালপুর সদরের মমতাজ বেগম (৫৫) ও সরিষাবাড়ি উপজেলার আব্দুল খালেক (৭৫)।

এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরের আম্বিয়া খাতুন (৬০), রিতা বসাক (৪৫), ফুলবাড়িয়া উপজেলার সিদ্দিক (৩০), গফরগাঁওয়ের শুভ রাজ মন্ডল (৬০), ঈশ্বরগঞ্জ উপজেলার আমেনা খাতুন (৭০) এবং টাঙ্গাইল সদরের আনোয়ারা (২৬)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে রেকর্ড সংখ্যক ৪১৭ জন রোগী  ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। নতুন ভর্তি হয়েছেন ৭৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪২৯টি নমুনা পরীক্ষা করে ১৫৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৮৯ শতাংশ।

টি.কে ওয়েভ-ইন