শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন পুলিশ সুপার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১৪, ২০২০, ৯:২৬ অপরাহ্ণ
এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপারের পক্ষে এ সব সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ। সাংবাদিকদের পক্ষে সুরক্ষা সামগ্রী গ্রহন করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার অমিত রায়। বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও মাই টিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক স্বজন পত্রিকার সম্পাদক মোঃ শাহজাহান, এটিএন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বল, আরটিভি প্রতিনিধি বিপ্লব বসাক, যমুনা টেলিভিশনের শাহিদ, ডিবির এসআই দেবাশীষ সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাঠে দায়িত্বরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করায় সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিত রায়।