বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ কমার্স কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অধ্যক্ষ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত!

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৬, ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ

“জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২”-এ ময়মনসিংহ জেলায় “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” হিসাবে ময়মনসিংহ কমার্স কলেজ এবং “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” হিসাবে ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ লায়ন মো. এখলাস উদ্দিন খান নির্বাচিত হয়েছেন। গত ১ সেপ্টেম্বর ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তার হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা এবং আইসিটি) মোহা. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
এদিকে “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২”- এ ময়মনসিংহ কমার্স কলেজ ময়মনসিংহের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং লায়ন মোহাম্মদ এখলাস উদ্দিন খান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হওয়ায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ এর শাখা ব্যবস্থাপক আমজাদ হোসেন ফকির এবং কর্মকর্তা আরিফুর রহমান ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।