মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে দেড়মণ গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ মে, ২০২২
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২২, ৬:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে দেড় মন গাজাসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তাদেও কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। গৌরিপুরের শ্যামগঞ্জ পাট বাজার এলাকা থেকে সোমবার রাতে তাদেরকে আটক করে র‌্যাব।

র‌্যাব ময়মনসিংহের অধিনায়কের পক্ষে পুলিশ সুপার মাসুরা বেগম জানান, সোমবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদেও ভিত্তিতে গৌরিপুরের শ্যামগঞ্জ পাট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী কাউছার আহমেদ পলাশকে আটক করা হয়। সে কিশোরগঞ্জের তাড়াইলের আবু তাহেরের ছেলে। তার হেফাজতে থাকা পিকআপের ভিতর থেকে ৩০ বান্ডিলে দেড় মন গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মাদক পরিবহন ও বিক্রিতে ব্যবহৃত পিকআপ ও মোবাইল জব্দ করা হয়েছে। র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী জানায়, সে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের গৌরিপুরসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচা করে আসছে। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করেছে র‌্যাব।