রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোছল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২১, ২:৪০ পূর্বাহ্ণ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে গোছল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার দুপুরে নগরীর সানকিপাড়া এলাকার সমবয়সী কয়েকজন শিশু নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার সময় আহাদ, সায়েম ও জিয়াদ নামে তিন শিশু পানিতে তলিয়ে যায়। অন্যরা তীরে উঠে ডাক-চিৎকার করলে স্থানীয়রা জিয়াদ ও সায়েমকে এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা আহাদ নামে আরো এক শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, তাদেরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। নগরীর সানকিপাড়া এলাকার হাবিবুর রহমান রতনের ছেলে আহাদ, নাসির মিয়ার ছেলে সায়েম ও শহীদুল ইসলামের ছেলে জায়েদ বলে পুলিশ জানিয়েছেন।