সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৫, ২০২১, ৬:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মানববন্ধন, র‌্যালী, কেককাটা ও ১৭ দফা দাবি বাস্তবায়নে বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের মেয়র ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইকরাম এলাহি খান সাজ, কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, জেলা শাখার সাধারণত সম্পাদক এডভোকেট এটিএম মাহবুবুল আলম, সাংবাদিক এমএ আজিজ, সাংবাদিক মতিউল আলম, নদী যোদ্ধা সরফরাজ নেওয়াজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আঃ মালেক, নাসিরাবাদ কলেজের সাবেক জিএস মোকলেছুর রহমান তপন, সুইটি, সাফিয়া ও এডভোকেট লিপি প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে নদী বাঁচাও আন্দোলনের ১৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।