মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং সা¤প্রদায়িক স¤প্রীতি শীর্ষক আলোচনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৬, ২০২১, ৬:০৯ অপরাহ্ণ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ \

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ধর্মান্ধতা ভুলে মানবতার সেবায় কাজ কর“ন। ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় কমিটি কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে বিভাগীয় শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষায় তাঁর অবদান শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ টাউন হল তারেক স্মুতি অডিটরিয়ামে সোমবার (২৫ জানুয়ারী) তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম প্রসারে দেশের ৫৬০টি উপজেলা ও থানা সদরে মডেল মসজিদ নির্মাণ করছেন। সভায় উপ¯ি’ত ইমাম ও আলেম উলামাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ইসলামের নামে নানা অপব্যাখা দিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানো হ”েছ। এ সব বিভ্রান্তি থেকে সকলকে সচেতন থাকতে হবে।

বিভাগীয় কমিশনার মোঃ কামর“ল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হার“ন অর রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামান। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মোঃ আঃ ওয়াদুদ।

টি.কে ওয়েভ-ইন