সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৯, ২০২১, ৮:১১ অপরাহ্ণ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ময়মনসিংহের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেমবার ময়মনসিংহ জেলা প্রশাসনের সহায়তায় সার্কিট হাউজ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা হয়।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) পারভেজুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল, প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলম, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বক্তব্য রাখেন। এ সময় জেলা সিনিয়র তথ্য কর্মকর্তাসহ অণ্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, পেস কাউন্সিলের বড় সৌন্দর্য্য হলো এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঠন করেছিলেন। সাংবাদিকদের মাধ্যমে জনগণ উপকৃত হবে, তাদের মাধ্যমে জনগণ হয়রানী হবেনা। সেই যোগ্য করে তুলতে সাংবাদিকদের প্রফেশনালী উন্নয়নে এই প্রশিক্ষণ।
সকলকে আইন মেনে চলার তাগিদ দিয়ে ডিজিটাল আইন সম্পর্কে তিনি বলেন, কোন সাংবাদিকের বিরুদ্ধে হঠাৎ মামলা নয়, মামলা হতে হলে প্রথমে প্রেস কাউন্সিলে মামলা হউক। প্রেস কাউন্সিল মনে করলে মামলা আদালতে পাঠিয়ে দিবে। এই বিষয়ে সরকার সদয় হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সাংবাদিকদের একটি ডাটাব্যাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি আরো বলেন, প্রেস কাউন্সিলের সাথে সাংবাদিকদের বন্ধন বাড়াতে চাই। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে মঞ্জুরুল আহসান বুলবুল সাংবাদিকদের নীতি নৈতিকতা নিয়ে কথা বলেন। কর্মশালায় ৬০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। পওে প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।