শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পাচ্ছে ১৩০৫ গৃহহীন পরিবার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২১, ২০২১, ৭:৪৫ অপরাহ্ণ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ময়মনসিংহ জেলায় জমিসহ নতুন ঘর পাচ্ছেন ১৩০৫ হতদরিদ্র গৃহহীন পরিবার। শনিবার (২৩ জানুয়ারি) ১৩০৫ গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গৃহ প্রদান উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, ‘মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহ জেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ১৩০৫ গৃহহীনকে পরিবারকে জমিসহ বাড়ি উপহার দেয়া হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে প্রতি পরিবারের জন্য ২ শতাংশ করে জমি ও গৃহ নির্মাণ ব্যয় ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে ১৩০৫ টি বাড়ি প্রস্তুত হয়ে গেছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি বাড়ির জন্য একটি শোবার ঘর (শয়ন কক্ষ), একটি রান্না ঘর ও করিডোরসহ বাথরুম থাকবে। ইতিমধ্যে দৃশ্যমান করা হয়েছে লাল টিনের ছাউনি বারান্দাসহ সেমি-পাকা ঘরগুলো। কবলিয়ত দলিল, নামজারি সম্পাদন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন, ময়মনসিংহের ১৩টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৫০, মুক্তাগাছায় ৫০, ফুলবাড়ীয়ায় ৫০, ত্রিশালে ৫০, ভালুকায় ১৯৯, গফরগাঁওয়ে ২০০, নান্দাইলে ৬২, ঈশ্বরগঞ্জে ৫০, গৌরীপুরে ১০২, তারাকান্দায় ৫০, ফুলপুরে ৯৭, হালুয়াঘাটে ১০০ ধোবাউড়ায় ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সেমি-পাকা গৃহ হস্তান্তর করা হবে। যেসব বাড়ির নির্মাণ কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে তা আগামী শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে (নির্মিত) বাড়িগুলো হস্তান্তর করবেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত (রাজস্ব) সমর কান্তি বসাক, বিভাগীয় তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন