শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ধর্মীয় সংখ্যালঘু নারীর উত্তরাধিকার বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২১, ১২:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ ময়মনসিংহ শাখার আয়োজনে ধর্মীয় সংখ্যালঘু নারীর উত্তরাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর দূর্গাবাড়ি মন্দিরে এই সভা হয়।
বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ ময়মনসিংহ শাখার সভাপতি প্রফেসর ডাঃ শিলা সেনের সভাপতি এবং সাধারণ সম্পাদক শিউলী রানী বিশ্বাসের সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য্য সভা উদ্বোধন করেন।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা-১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা ছবি বিশ্বাস। সভায় প্রধান বক্তা ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি গীতা বিশ্বাস। এছাড়া সভায় বক্তব্য রাখেন, এডভোকেট বিকাশ রায়, এডভোকেট রাখাল চন্দ্র সরকার, এডভোকেট অশাক ঘোষ, এডভোকেট পিযূষ কান্তি সরকার, যাদব সেন, জোতির্ময় সাহা প্রমুখ।