শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ডিবি ও তারাকান্দার ওসি সহ ৫ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২১, ৪:৩১ অপরাহ্ণ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহে ডিবির ওসি সহ ৫ পুলিশ কর্মকর্তা দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে ভাল কাজ করায় তাদেরকে সম্মাননা প্রদান ও পুরস্কৃত করা হয়েছে। সোমবার জেলা পুলিশের কল্যান সভায় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান সনদ ও সম্মাননা পুরস্কার তুলে দেন এই সকল দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের হাতে।

ময়মনসিংহ পুলিশ লাইন্সে জেলা পুলিশের কল্যান সভা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, জয়িতা শিল্পী, ফজলে রাব্বী, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ অফিসার ও বিভিন্ন থানার ওসি এবং ফাঁড়ি পুলিশ পরিদর্শকগন উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার বলেন, পুরস্কারের আসায় নয়, দায়িত্বশীলতার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব কাজ করে করতে হবে। অভিষ্যতে শুধু পুরস্কার নয়, দায়িত্বহীনতার জন্য তিরস্কার করা হবে।

সভায় ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে উত্তম, ভাল, দায়িত্বশীল ও দক্ষতার সাথে কাজ করায় ৫ পুলিশ অফিসারকে সম্মাননা প্রদান করা হয়।
এদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দকে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, বিপুল পরিমাণ মাদক উদ্ধার, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার, চোরাই মালামাল, চোরাই অটো উদ্ধার করায় তাকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়েছে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ বরাবরই রেঞ্জ ও জেলা পুলিশে দায়িত্বশীলতার জন্য সম্মাননা পেয়ে ডিবি পুলিশের সম্মান বৃদ্ধিসহ মানুষের আস্থা বাড়াতে সক্ষমতা অর্জন করেছেন। এছাড়া ২২টি সাজাসহ ৩৯টি গ্রেফতারী পরোয়ানা তামিল করায় তারাকান্দার ওসি আবুল খায়ের সোহেল, ডিবির এসআই আলাউদ্দিন বাদল বিদেশী অস্ত্র, গুলি ও দুইশত পিচ ফেন্সিডিল উদ্ধার, কোতোয়ালীর এসআই নবী হোসেন স্ের্ব্বাচ্য আসামী গ্রেফতার এবং মুক্তাগাছার এসআই আমিনুল ইসলাম ৩৫টি গ্রেফতারী পরোয়ানা তামিল করায় তাদেরকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

টি.কে ওয়েভ-ইন