রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার চার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৭, ২০২১, ৯:০৭ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক ব্যবসায়ী ও চিহিৃত চোরসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেও কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়ার নিয়মিত অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার ডিবির এসআই আমিনুল ইসলাম জেলা সদরের পলাশতলী থেকে আধাকেজি গাজা সহ মাদক ব্যবসায়ী শহীদ মিয়াকে গ্রেফতার করে। সে (৩৮), পিতা মৃত-উসমান আলী, চরনীলক্ষীয়া বেপারীপাড়ার উসমান আলীর ছেলে। অপর অভিযানে এসআই আনোয়ার হোসেন তারাকান্দার গোয়াতলা থেকে এককেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আর্জিনা বেগমকে গ্রেফতার করে। সে গোয়াতলা মধ্যপাড়ার আঃ করিমের স্ত্রী। এছাড়া এসআই পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ- ২০/০৭/২০২১ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর আসামী এখলাছ মিয়া ও আজিজুল ওরফে আইজুলকে গ্রেফতার করে। তাদের উভয়ের বাড়ি নেত্রকোণার পুর্বধলার নারায়নডহর গ্রামে। তারা উভয়েই চিহিৃত চোর বলে পুলিশ জানিয়েছে। তাদেরকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।