শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ডিবির অভিযানে আরো ১৫ মাদকাসক্ত ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৬, ২০২০, ১:২৩ অপরাহ্ণ

 এম এ আজিজ, স্টাফ রিপোর্টার,

ময়মনসিংহ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৯ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ডিবির ওসি শাহ কামাল জানান, সম্প্রতি ময়মনসিংহে মাদকাসক্ত, চুরি, ছিনতাই বাড়ছে এ ধরণের খবরে পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের কঠোর নির্দেশে ডিবি পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতারে মাঠে নামে। এরই অংশ হিসাবে ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার নগরীর সিকে ঘোষ রোড থেকে ১৫ গ্রাম হেরোইনসহ ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, গোলপুকুরপাড়ের বাবন দে, বাউন্ডারী রেডের রুহুল আমীন, গোহাইলকান্দির রাসেল, পাটগুদাম মদের ডিপুর ইমরান হোসেন ওরফে রিফাত ও গোহাইলকান্দি মীরবাড়ির মোঃ আলিম। অপর অভিযানে এসআই শামীম আল মামুন বাঘমারা থেকে ১৩ গ্রাম হেরোইনসহ আরো ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো, আর. কে. মিশন রোডের (বাশবাড়ী কলোনী) মোঃ শাহিন, মাসকান্দার (মাসকান্দা ষ্টাফ কোয়াটার) আল আমীন ওরফে জনি, খোপাখোলা বেপারী পাড়ার আশরাফুল ইসলাম, চর পাড়ার (কফিক্ষেত গলি), উসন আলী ও সেহড়া ধোপাখলার জাকির ওরফে মাইকেল। এছাড়া এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর টাংগাইল বাসষ্ট্যান্ড এলাকা থেকে ২১ গ্রাম হেরোইনসহ আরো ৫ মাদকাসক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলো,বর কে মিশন রোডের সুপ্লব বনিক, চরকালিবাড়ির মোঃ হৃদয়, ধোপাখোলার সাবিদ হোসেন ওরফে নান্টু ৷ ব্রাহ্মপল্লীর মোঃ অলিউল্লাহ ও পাটগুদামের রাজন মিয়া। নগরবাসির মতে, বিভিন্ন কলোনী, রেলওয়ে কোয়াটারে বসবাসরত ভাসমান ও নাম ঠিকানাবিহীন মাদকাসক্তরা মাদকের টাকা সংগ্রহ করতে ছিনতাই, ঠেকবাজি ও একাধিক বাসাবাড়িতে চুরি করে আসছে। ওসি আরো জানান, শনিবার অভিযান চালিয়ে আরো ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ছিনতাইমুক্ত নগরী গড়তে জেলা ও ডিবি পুলিশ মাঠে রয়েছে। এ জন্য তিনি নগরবাসীর সহযোগীতা কামনা করেছেন।

টি.কে ওয়েভ-ইন