মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ডিবি’র অভিযানে সাত জুয়াড়িসহ গ্রেফতার ৮

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৩, ২০২০, ৫:৪৩ অপরাহ্ণ

এম এ আজিজ, রিপোর্টার, ময়মনসিংহ ॥

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৭ জুয়াড়ি ও চোরসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়াড় সামগ্রী উদ্ধার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান যুদ্ধ ঘোষনা করেছেন। এরই অংশ হিসাবে ডিবি পুলিশ জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সোমবার ডিবির এসআই শরীফ হায়দার আলী সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের শষ্যমালা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলারত অবস্থায় এক জুয়ার আসর থেকে সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তারা হলো, মোকাম্মেল মিয়া, রঞ্জু মিয়া, সাইফুল ইসলাম, জালাল উদ্দিন, মোঃ আশরাফুল, আবুল কালাম ও মাসুদ। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া এসআই মলয় চক্রবর্তী পিপিএম ফুলপুরে অভিযান পরিচালনা করে চিহিৃত চোর ও ফুলপুর থানার মামলার আসামী মোঃ রাজীব। তার বাড়ি ধনারভিটা। সে ঐ গ্রামের তারা মিয়ার ছেলে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

টি.কে ওয়েভ-ইন