মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২০, ২০২২, ৪:৫২ অপরাহ্ণ

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় জিদান নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী ময়মনসিংহ রোড ষ্টেশন এলাকায় মারা গেছে। তার নাম জিদান। সে পুলিশ সদস্য মজিবুর রহমানের ছেলে। খাগডহর শাহী মসজিদ এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানান। ময়মনসিংহ নগরীর আফরোজ খান মডেল স্কুলের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কানে হেডফোন লাগিয়ে রেল লাইন দিয়ে হেটে জিদান তার বাসা থেকে ময়মনসিংহ নগরীর দিকে আসছিল। পিছন থেকে জামালপুর-ময়মনসিংহগামী কমিউটার ট্রেন বার বার হর্ণ বাজিয়ে আসছিল। দ্রুতগতির ট্রেন হর্ন বাজিয়ে আসতে দেখে জিদানকে রেললাইন থেকে সরে যেতে স্থানীয় মানুষজন নাম ধরে তাকে ডাকতে থাকে। তবে কানে হেডফোন থাকায় ট্রেনের হর্ণ এবং সাধারণ মানুষজনের ডাক কোনটাই সে শোনতে পায়নি। এ অবস্থায় ট্রেনে কাটা পড়ে জিদানের শরীর মুহুর্তে ছিন্নভিন্ন হয়ে যায়। ময়মনসিংহ জিআরপি পুলিশ এ ঘটনার সত্যতা স্বিকার করেছে।