শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে গাঙ্গিনারপাড় শপিং সেন্টারে আগুন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৭, ২০২০, ৮:০৮ অপরাহ্ণ

এম.এ আজিজ, ময়মনসিংহ :

ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় এলাকায় আজাদ শপিং সেন্টারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবরে পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৩ ইউনিট প্রায় আধঘন্টা সময় চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অপর্ণা প্রশাধনী নামক একটি দোকান পুড়ে যাওয়াসহ বেশ কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা, ১নং ফাঁড়ি ও ডিবি পুলিশের পৃথক টিম জানমালের তিতি ও লুটপাট রোধে তাৎনিক ঘটনাস্থল ঘিরে ফেলে। শুক্রবার দুপুর ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। বিভাগীয় শহরের প্রাণকেন্দ্র ও ব্যবসা নির্ভর এলাকায় আগুনের খবর পেয়ে দ্রুত সদর উপজেলা নির্বাহী কর্মকরর্তা শেখ হাফিজুর রহমান ও উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।


ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল হোসেন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আধঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সম হয়েছে। ধারণা করা হচ্ছে, অর্পনা প্রসাধনী নামক একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন মার্কেটের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন এই ফায়ার সার্ভিসের কর্মকর্তা। এদিকে গাঙ্গিনারপাড় মার্কেটে আগুনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে হাজারো মানুষের ভীড় জমে উঠে। এক পর্যায়ে গাঙ্গিনারপাড় স্টেশন রোডে সকল ধরণের যান ও মানুষ চলাচল বন্ধ হয়ে যায়। উপচে পড়া ভীড়ের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্ঠা করে অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।