শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে কোতোয়ালির ওসি শাহ কামাল আকন্দ আবারো পুরস্কৃত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
প্রধান প্রতিবেদক || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৪, ২০২২, ৮:৪১ অপরাহ্ণ

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ সর্ব্বোচ্চ সংখ্যক গ্রেফতারি পরোয়ানা তামিল এবং উত্তম ও ভাল কাজ করে পুলিশ বাহিনীর সুনাম বৃদ্ধি করায় আবারো পুরস্কৃত হয়েছেন। এছাড়াও তার নেতৃত্বে কোতোয়ালী টিম মাদক, চুরি ও বিভিন্ন অপরাধ দমন, দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে আইন শৃংখলা বাহিনীর সুনাম বৃদ্ধি করায় পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান জানুয়ারি মাসের জন্য তাকে পুরস্কার প্রদান করেন। বুধবার ময়মনসিংহ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় এই পুরস্কার প্রদান করা হয়েছে।

ওসি কোতোয়ালী মডেল থানায় যোগদানের পরই তিনি এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ, মাদকমুক্ত নগরী গড়ে তুলতে কঠোর হুশিয়ারী দেন। একাধিক মসজিদ, হাট- বাজার, সভা সমাবেশে স্থানীয়দের সহযোগীতা কামনা করে মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক না ছাড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সহযোগীতা করুন। তথ্যদাতাদের নাম গোপন রাখা হবে।

এছাড়াও তিনি চুরি ও বিভিন্ন অপরাধ দমন, মামলার রহস্য উদঘাটন, দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে উঠুন বৈঠকসহ বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করে আসছেন। ফলে বিভাগীয় নগরীর আইন শৃংখলা পরিস্থিতি অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক ভাল রয়েছে। বৃদ্ধি পেয়েছে আইন শৃংখলা বাহিনীর সুনাম। এছাড়া ওয়ারেন্ট তামিল, পলাতক, ফেরারী ও নিয়মিত মামলার আসামীদের অল্প সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন।