মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে করোনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৯, ২০২০, ৭:১৪ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরে আলম তপনের (২৮) মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, গত ৫ নভেম্বর তপনের করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ নভেম্বর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়৷

চিকিৎসকরা জানান, করোনা ছাড়াও ফুসফুসে প্রদাহ ও নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তপন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের লিটনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে পশুপালন অনুষদের শিক্ষার্থী ছিলেন।

এরপর তিনি ডেইরি সায়েন্স থেকে মাস্টার্স শেষ করেন। তিনি বাকৃবি শাখা ছাত্রলীগের যু্গ্ম-সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. সবুজ কাজী বলেন, তপনের অকাল মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

টি.কে ওয়েভ-ইন