শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে এসিআই মটরসের ফোটন গাড়ির শো-রুম উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
এম এ আজিজ || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২২, ৯:২৩ অপরাহ্ণ

ময়মনসিংহে এসিআই মটরসের ফোটন গাড়ির শো-রুম উদ্বোধন করা হয়েছে। বুধবার নগরীর দিঘারকান্দা শান্তিনগর মোড়ে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই শো-রুম উদ্বোধন করেন। এসিআই মটরসের ফোটন গাড়ির ময়মনসিংহের একমাত্র পরিবেশক (ডিলার) এসবিএস এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ ইকরাম এলাহী খান সাজ এর আয়োজনে উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসিআই মটরস লিমিটেডের পরিচালক বিক্রয় মোঃ আজম আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এসিআই মটরসের জেনারেল ম্যানেজার খাইরুল আহসান। এছাড়া বক্তব্য রাখেন, এসিআই মটরসের পরিচালক বিক্রয় মোঃ আজম আলী, ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম, এসিআইয়ের কান্ট্রি ডিরেক্টর মিঃ জ্যাক, ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক বিধান চন্দ্র দে, গাড়ি ব্যবসায়ী মাসুদ রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন মন্তা বলেন, এসিআইয়ের ময়মনসিংহের ডিলার ইকরাম এলাহী খান সাজ দেখতেও ভাল, তার মন আরো ভাল। গাড়ি বাজারজাত ও চলাচলে সার্বিকভাবে সহায়তা করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে আজম আলী বলেন, শীর্ষ স্থানীয় কোম্পানী এসিআই শুধু ব্যবসা নয়, সাধারণ মানুষজনকে সেবা দিয়েও আসছে। করোনাকালে কৃষি উৎপাদনে সরকারের ডাকে কৃষি বিভাগের মাধ্যমে কমমুল্যে ধান মাড়াই যন্ত্র টাক্টর সরবরাহ করেছে। যা কৃষক পর্যায়ে উৎপাদন খরচ অনেকাংশে কমিয়ে আনতে সহায়তা করেছে। এর আগে স্বাগত বক্তব্যে জেনারেল ম্যানেজার খাইরুল আহসান বলেন, এসিআই বিশ্বমানের এবং শীর্ষে রয়েছে। সুষ্ট ও সুন্দরভাবে পরিচালনায় আজ শীর্ষে। এসিআই শুধু ব্যবসা নয়, মানুষের ভাগ্য উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে আসছে। সহজ কিস্তি ও সহজলভ্য উপায়ে এসিআই খেটে খাওয়া মানুষদের গাড়ির মালিক বানাতে কাজ করছে।
ময়মনসিংহের ডিলার ইকরাম এলাহী খান সাজ সকলের সহযোগীতা কামনা করে বলেন, কমমুল্যে নয়, অধিক পরিমাণের ডাইন প্রেমেন্ট দিয়ে গাড়ির মালিক হওয়ার সুযোগ নিতে হবে। এসিআই একটি শক্তিশালী ও গোছালো প্রতিষ্ঠান। আমাদের পক্ষ থেকে সেলস, সার্ভিস সেন্টারের সকল সুবিধা দেয়া হবে। এর আগে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এসিআইয়ের এই বিক্রয় প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়। পরিশেষে দোয়া মোনাজত করা হয়।