বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে একদিনে রেকর্ড পরিমান ৬৬ জনের করোনা পজিটিভ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ২৯, ২০২০, ৫:৫৮ অপরাহ্ণ
এমএ. আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮ মে, বৃহস্পতিবার ২৮৮ নমুনা পরীক্ষায় চিকিৎসক, পুলিশ, স্বাস্হ্যকর্মী ব্যবসায়ীসহ ৬৬ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। যা ল্যাব স্হাপনের পর এই প্রথম একদিনে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ রেকর্ড পরিমাণ করোনা পজিটিভ।
এর মধ্যে ময়মনসিংহ সদরের ৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী, ধোবাউড়া উপজেলায় ১৫ জন, ভালুকায় এক চিকিৎসক ও ৬ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশসহ ১৫ জন, ফুলপুর উপজেলায় এক চিকিৎসকসহ ৬ জন, গফয়গাঁওয়ে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট ও গার্মেন্টস ব্যবসায়ীসহ-২জন, গৌরীপুর একজন ও ঈশ্বরগঞ্জে একজনসহ জেলায় ৬২ জন রয়েছে।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৯৭০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৪৬৭ জন, জামালপুর জেলায় ২০৩ জন, নেত্রকোনা জেলায় ২১৬ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন।
এছাড়াও আজ আরো ৪ জনের পজিটিভ রিপোর্টের মধ্যে ৩ জনের ফলোআপ পজিটিভ এবং অপর একজন গাজীপুরের শ্রীপুর উপজেলার।
বিভাগের চার জেলায় এখন পর্যন্ত সর্বমোট মারা গেছেন ১৩ জন মারা গেছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃআবুল কাশেম জানিয়েছেন।