শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে অসহায় মহিলার ধান কেটে দিলেন তাঁত লীগের নেতাকর্মী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ৭, ২০২০, ১১:৫৮ অপরাহ্ণ
এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ :
ময়মনসিংহে তাতীলীগের উদ্যোগে অসহায় অস্বচ্ছল মহিলা কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। বুধবার ময়মনসিংহ জেলা তাতীলীগের যুগ্ন আহবায়ক মোবারক হোসেনের নেতৃত্বে জেলা সদরের রহমতপুরে এই ধান কাটা হয়। অসহায় মহিলা বগা চাষীর ৮ কাঠা জমির ধান কাটা হয়েছে।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ_হাসিনার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত অালী ও বিপ্লবী সাধারন সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথের নির্দেশে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি অামিনুল হক শামীম (সিঅাইপি) এবং
অাধুনিক ময়মনসিংহের রুপকার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ করামুল হক টিটুর অনুপ্রেরণায়, ময়মনসিংহ জেলা তাঁতীলীগের যুগ্ম-অাহ্বায়ক মোবারক হোসেনের নেতৃত্বে বুধবার রহমতপুরের এক অসচ্ছল মহিলা বর্গা চাষীর (হালিমা বেগম) ৮ কাঠা ফসলি জমির ধান কেটে, ঐ মহিলা কৃষকের বাড়িতে তুলে দেওয়া হয়।