শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরে কাচারীঘাট করোনাকালীন কাচা বাজারে ব্যবসায়ীরা ভাল নেই

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২০, ১০:৩৫ অপরাহ্ণ

এম.এ আজিজ, প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরে কাচারীঘাট করোনাকালীন কাচা বাজারে ব্যবসায়িরা ভাল নেই। বেচাকেনা নেই বললেই চলে। ব্যবসায়িদের দাবি মেছুয়া বাজার ও পৌর মাকেট কাচা বাজারের ব্যবসায়িরা আগে নদের চরে একত্রে ব্যবসা করতাম। এখন মেছুয়া বাজারের ব্যবসায়িরা আবারো মেছুয়া বাজারে দোকান নিয়ে চলে গেছে। তাই ক্রেতারা মেছুয়া বাজার হাতের কাছে পেয়ে নদের চরে তরকারি কিনতে কেউ আসছে না। একদিনের মালামাল তিনদিনেও বেচা সম্ভব হচ্ছে না বলে নদের চরে থাকা ব্যবসায়িরা মনে করেন। উপরের ছবিটি নদের চরে রবিবার দুপুরে।