শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহের কোতোয়ালীর অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৬

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৬, ২০২১, ৯:১১ অপরাহ্ণ

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুরিশ গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক, গ্রেফতারী পরোয়ানা জারীকৃত অপরাধী ও মাদক ব্যবসায়ীসহ ১৬জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে শান্তিপ্রিয় নিরাপদ বাসযোগ্য নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচলনা করে আসছে। এ অভিযানের অংশ হিসাবে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২ জন সাজাপ্রাপ্ত পলাতক, ৯জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত এবং ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদেও কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতকরা হলো, আলম মিয়া ও মিন্টু। এছাড়া আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্তরা হলো, জিআর মামলায় খলিল, সুরুজ আলী, জয়নাল মিয়া, ইসলাম, নিজাম উদ্দিন, কাজী রফিকুল ইসলাম ও শিবন মিয়া ওরফে হিরন। এছাড়া সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আনোয়ার মাহমুদ। অপরদিকে এই সময়ে গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়ীরা হলো, মিন্টু, সোহেল, মাহমুদুল, শামসুজ্জামান শাহজাদা ও রতন সরকার ওরফে ইমরান আহমেদ। ওসি আরো বলেন, অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।