রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৪, ২০২১, ১২:২৬ অপরাহ্ণ

 

মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে বুধবার (৩ফেব্রুয়ারি/২০২১) নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের। তিনি ২০০৯ থেকে ২০১৬ এবং ২০১৮ থেকে অদ্যাবধী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ পদে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত নেত্রকোনা মহিলা কলেজের উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালনকালেও সুদক্ষতা ও সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইতিহাস বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে ১৯৯৩ সালে ১৪তম বিসিএস এর মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তাঁর প্রথম যোগদানকৃত কর্মস্থল ছিল ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ। এরপর তিনি একে একে নেত্রকোণা সরকারি কলেজ, আনন্দ মোহন কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ এবং টাঙ্গাইলের কুমুদিনী সরকারি মহিলা কলেজের মতো দেশের বড় বড় সরকারি কলেজে অত্যন্ত সুনামের সাথে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা। পেশাগত দায়িত্বপালনের পাশাপাশি তিনি নেত্রকোণা অফিসার্স এসোসিয়েশন ময়মনসিংহ (নোয়াম) এর সভাপতি এবং ময়মনসিংহস্থ নেত্রকোণা সমিতির উপদেষ্টার দায়িত্বও পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা। মেয়ে ডাক্তার এবং ছেলে দেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তাঁর সহধর্মিনী আমাদের কেওয়াটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীর ভালবাসায়, শুভেচ্ছায় স্নাত হয়ে তিনি মুমিনন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তার এহেন সাফল্যে প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী খুবই আনন্দিত।