শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে- দুর্গাপুুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব উইমেন্স কর্নার উদ্ধোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩১, ২০২০, ২:১৯ অপরাহ্ণ
মোঃ মোহন মিয়া , দুর্গাপুর (নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুরে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নারীর ক্ষমতায়ন, মাতৃত্বকালীন সেবা ও নারীদের সামগ্রীক উন্নয়নের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব উইমেন্স কর্নার ও ই-মাতৃসেবা মোবাইল অ্যাপস এর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে নানা আয়োজনে এ কার্যক্রম উদ্ধোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জীবনী নিয়ে আলোচনা করেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব মন্টু কুমার বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, নারী নেত্রী ক্যামিলিয়া বিশ্বাস প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন