শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তিযোদ্ধা ওমর আলী ও তার সন্তান ইউএনও ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৭, ২০২০, ১:৫২ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদা খানম এবং তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী’র ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে গতকাল রোববার (৬ সেপ্টেম্বর/২০২০) ঐতিহাসিক শহীদ হারুণ পার্কে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডের মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা ইকবাল হাসান, আব্দুল কদ্দুস, তোফাজ্জল হোসেন, আবুল কালাম, প্রদীপ বাবু, মফিজ উদ্দিন, ফজলুল হক, শহীদ পরিবারের সদস্য সাংবাদিক ম. নূরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুস সামাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আবুল ফজল আজাদ মুহাম্মদ হীরা, মশিউর রহমান কাউসার, উজ্জ্বল চন্দ্র চন্দ, চায়না রানী সরকার, মোঃ বিল্লাল হোসেন, মজিবুর রহমান. মোঃ রুবেল মিয়া প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন