মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ বহিস্কার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২১, ২:২৪ পূর্বাহ্ণ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। উপজেলা পর্য়ায়ের কর্মকর্তাদের সাথে অশোভন আচরন এবং উপজেলার দশটি ইউনিন পরিষদের চেয়ারম্যানগনের অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে স্থানীয় সরকার ও পল্লীূ উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-২ গত ১৩ এপ্রিল তাকে সাময়িক বহিস্কার করে এক প্রজ্ঞাপন জারী করেছেন। প্রজ্ঞাপনে উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে জানা গেছে, মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ এবং ইউপি চেয়ারম্যানগণ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনয়ন করেছেন, যা তদন্তাধীন রয়েছে। এ অবস্থায় তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আসীন থাকলে উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করতে পারে যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচলাবস্থার সৃষ্টি ও জনস্বার্থে বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে, সেহেতু জনস্বার্থে তার সীয় পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সাথে প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।