শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মানুষের অনুপস্থিতিতে সৈকতে কচ্ছপের রাজত্ব

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৮, ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্ক এখন সারাবিশ্বেই। বিশ্বের বিভিন্ন দেশের মতো করোনার কারণে ভারতেও লকডাউন চলছে। এ কারণে রাস্তাঘাট, বাজার কিংবা সমুদ্র সৈকত, কোথাও নেই মানুষের ভিড়। আর এই সুযোগে ওড়িষার রুশিকুল্যা সমুদ্র সৈকত দখল করে নিয়েছে লাখ লাখ কচ্ছপ। তারা আসছে, ঘুরে বেড়াচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আবার ডিমও পাড়ছে। কেউ তাদের বাধা দেওয়ার নেই। তুলে নিয়ে যাওয়ার কেউ নেই। বিনাবাধায় সৈকতের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে তারা। একেই বোধ হয় বলে কারও পৌষমাস, কারও সর্বনাশ! খবর জিনিউজের

সারা ভারতে করোনার কারণে লকডাউন চলছে। ২১ দিন মানুষের বাড়ি থেকে বের হওয়া বন্ধ। আর তাই পোয়া বারো পশুপাখিদের।

ওড়িষার বন দফতর জানিয়েছে, প্রায় সাত লাখ অলিভ রিডলেস (Olive Ridleys) কচ্ছপ নিয়মিত আসছে সৈকতে। মানুষের ভিড় এখন নেই। কোথাও মানুষের উপদ্রব নেই। এমন সুযোগে ডিম পাড়ছে কচ্ছপরা।

প্রতি বছর মার্চ মাস নাগাদ ওড়িষার গহিরমাথা এবং রুশিকুল্যা সমুদ্র সৈকতে আসে এই প্রজাতির কচ্ছপ। তবে কোনোবারই এত বেশি সংখ্যক কচ্ছপ আসতে দেখা যায় না। বনবিভাগের কর্মীদের ধারণা, এবার প্রায় ৬০ মিলিয়ন ডিম পাড়বে কচ্ছপরা। মানুষের অনুপস্থিতিতে নিজেদের বংশবৃদ্ধি করার সুযোগ ছাড়বে না তারা।

টি.কে ওয়েভ-ইন