মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

মঙ্গলবার গৌরীপুরে হাঁস ও মাছধরা প্রতিযোগিতা!

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ আগস্ট, ২০২০
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ৩, ২০২০, ১:০৭ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

দৈনিক যুগান্তর এর দেশসেরা সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ ও সতিশা-যুব কিশোর সংঘের যৌথ উদ্যোগে মঙ্গলবার ৪ আগস্ট সকাল ১১টায় গৌরীপুর পৌরসভার সতিশা বিলপাড়ে আব্দুল লতিফের পুকুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডুবিয়ে মাছ ধরা ও ভাসমান পানিতে হাঁস ধরার প্রতিযোগিতা। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন প্রধান অতিথি গৌরীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫দিনব্যাপী কর্মসূচীর তৃতীয় দিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রোববার গ্রামীন ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি গৌরীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, গ্রামের মানুষের মাঝে হানাহানি, যুব সমাজ ধ্বংসের পথে এসব বন্ধ করতে হলে সুস্থ্য বিনোদন প্রয়োজন। সতিশা যুব ও কিশোর সংঘ এবং যুগান্তর স্বজন সমাবেশ সে কাজটি করে যাচ্ছে। এক সময় গ্রামে গ্রামে যুব সমাজের ক্লাব-সমিতি-সংগঠন থাকতো, সেগুলো আজ বিলীন হয়ে গেছে। যুব সমাজ মাদকে ঢুকছে, মোবাইলের অপব্যবহারের শিকার হচ্ছে। তা থেকে এ সমাজকে আমাদের রক্ষা করতে হবে।