শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভালবাসা : সাধক অর্পিতা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৩, ২০২০, ৭:০৮ অপরাহ্ণ

 ভালবাসা নাকি হয়

আস্তে আস্তে,

জীবনের তরে জীবন মিলে

হাসতে হাসতে।

কথায় কথায় নাকি

ভালবাসা হয়?

চোখে চোখ যখন পড়ে

প্রেমের জন্যই প্রেমী বাঁচে

ভালবাসার জন্য মরে।

ভালবাসা নাকি পরম পাওয়া

আমিও সামান্য প্রাপ্তি,

ভালবাসা নাকি স্বপ্ন সাগরে

ভেসে উঠা এক শুক্তি।

ভালবাসা নাকি জম্মে হৃদয়ে

প্রকাশ পায় চোখে,

ভালবাসা নাকি ঝলক নাড়ায়

ভালবাসার এই বুকে।

ভালবাসা নাকি শিশিরের ভেজা

বসন্তের কচি ঘাস,

ভালবাসা নাকি কৃষ্ণচূড়ার

লাল রংয়ের উল্লাস।

ভালবাসা শ্যামল ও প্রান্তর

নদী আর তার ঢেউ,

ভালবাসা প্রকৃতির সৃষ্টি

হৃদয় ছোয়ানো কেউ।

ভালবাসা অসীম সাগর

শেষ নেই যার কভু,

তবুও ভালবাসার কথা

বলি বার বার।

 

টি.কে ওয়েভ-ইন