মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্যারিস্টার মওদুদের শয্যাপাশে মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৬, ২০২১, ৪:৩৩ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

হাসাপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে বুধবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মহাসচিবের বরাত দিয়ে জানান, মওদুদ আহমদের শারীরক অবস্থা আগের চেয়ে ভালো।

এর আগে মঙ্গলবার অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করার হয়। তারা শারীরিক অবস্থা পর্যালোচনা করছেন।

গত ২৯ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভর্তি করা হয়।

শায়রুল কবির খান আরও জানান, তার রক্তের হিমগ্লোবিন কমে গিয়েছিল। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। ভর্তির পর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে করোনা নেগেটিভ আসে। মওদুদ স্যারের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমান।

এছাড়া সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

টি.কে ওয়েভ-ইন