বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্যথায় ব্যথিত : আবিদা সুলতানা ঝুমা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
আবিদা সুলতানা ঝুমা || কবি
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২০, ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ

কোমলমতি ছোট্ট একটি বালিকা।
চোখে ছিলো তার হাজারো স্বপ্ন।
হৃদয় ছিলো ভালোবাসায় পরিপূর্ণ।
হঠাৎ করেই তাসেরঘরের মতো,
ভেঙে চুরমার হলো সকল আশা ও স্বপ্ন।
এ কেমন ভাগ্যের নির্মম পরিহাস?
যা-হা বলি কাঙ্ক্ষিত?
আসলে নয় তো তা-হা কাঙ্ক্ষিত।
তা-ই হয় তো অনাকাঙ্ক্ষিত ভাবে,
অপূর্ণ থেকে গেলো সকল আশা, স্বপ্ন
তবুও জীবন নেমে নেই?
জীবন চলছে জীবনের গতিতেই।
ফুটেছে বিয়ের ফুল।
এ যে-ন কাঁটার ন্যায় হয়ে গলায় ফাঁসি।
তবুও আমি হাসি?
সুখের ছোঁয়া পায়নি মন।
অসুখের দাবানলে জ্বলে-পুরে ছাই,
অগণিত রাত কেটেছে আমার ঘুমহীন।
অতৃপ্তি নিয়েই চলেছি অজানা গন্তব্যে।
এ গন্তব্যের সীমারেখা কোথায়?
স্বপ্নের মতো আমি ও বিলীন।
প্রাণ থেকেও যেন নিষ্প্রাণ!
হৃদয়ে বিরাজ করে কত-শত অভিমান?
মান-অভিমানের পালায়,
আমি একাকী, একেলা
মন এক অবুঝ স্বপনচারিনী,
তাকে বুঝানো বড় দায়??
কোমলমতি ছোট্ট একটি বালিকা।