শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বৃষ্টির পর খেলা শুরু

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২০, ২০২১, ১:০৯ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শুরুতেই আঘাত করেছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তুলে নিয়েছেন ওপেনার সুনীল আমব্রোসকে। এরপর নামে বৃষ্টি। তবে আবার শুরু হয়েছে খেলা। ওয়েস্ট ইন্ডিজ ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে।

ক্রিজে আছেন ওপেনার জসুয়া সিলভা ও তিনে নামা আন্দ্রে ম্যাকার্টি। আমব্রোস ৭ রান করে ফিরেছেন।

দশ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। শিশিরের প্রভাব থাকায় পরে ব্যাট করতে সুবিধা হবে বলেই এই সিদ্ধান্ত। তবে উইকেট খুব একটা কঠিন নয়।

আগামী বিশ্বকাপ মাথায় নিয়ে নতুন শুরু করছে বাংলাদেশ ওয়ানডে দল। নতুন এই শুরুয় নতুন ক্রিকেটার হিসেবে দলে জায়গা পেয়েছেন পেসার হাসান মাহমুদ। দেশের ১৩৪তম ওয়ানডে ক্যাপ পাওয়া ক্রিকেটার তিনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মাহেদি হাসান, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জসুয়া ডি সিলভা, সুনিল আমব্রোস, আন্দ্রে ম্যাককার্টি, এনকুরুমাহ বনার, জেসন মোহাম্মদ, রোভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জাহমার হ্যামিলটন, রেমন রেইফার, আলজারি জোসেপ, কেমার হোল্ডার।

টি.কে ওয়েভ-ইন