সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বুনিয়াদি প্রশিক্ষণে সাফল্যের শীর্ষে কর ক্যাডারের কর্মকর্তারা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৬, ২০২০, ৫:৫১ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

বিসিএস কর্মকর্তাদের ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে বিপিএটিসি ক্যাম্পাসে কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ৩১তম বিসিএস থেকে ৩৭তম বিসিএসের ১৫টি ক্যাডারের ২৯৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করে রেক্টর পদক অর্জন করেছেন বিসিএস কর ক্যাডারের ৩৬তম ব্যাচের সহকারী কর কমিশনার নুসরাত ফারজানা ওহী। এছাড়াও ৩৬তম বিসিএস কর ক্যাডারের মুনিয়া সিরাত ৯ম, তানজিনা সাথী ১১তম, অর্পা বনিক ১৬তম স্থান অধিকার করেছেন।

এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন বিসিএস কর ক্যাডারের ৩৬তম ব্যাচের সহকারী কর কমিশনার মুনিয়া সিরাত।

এদিকে বিয়াম ফাউন্ডেশন ঢাকাতে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রথম স্থান অধিকার করে ডিজি অ্যাওয়ার্ড অর্জন করেছেন ৩৬তম ব্যাচের সহকারী কর কমিশনার সোহানা আফরোজ সাঈদ।

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছে।

টি.কে ওয়েভ-ইন